Photo of Ad1

কিছু এমন ছবি যেগুলো বাস্তব হলেও মিথ্যা মনে হয়!

এটিকে বেশিরভাগ লোকই ভাবে যে এটি একটি ফটোশপে বানানো বা ক্যামেরা ম্যানের তোলা এমন একটি ছবি যা অপটিক্যাল ইলিউশন ঘটায়৷ কিন্তু না এটি সত্যিই একটি বিশালাকায় প্যান। এই ভাস্কর্যটি অস্ট্রেলিয়ার সিডনী সমুদ্র সৈকতে অবস্থিত।
এটিকে দেখে যে কেউ ভাববে যে এটি কম্পিউটার মাদারবোর্ড বা একটি মিনিয়েচার কিন্তু আসলে এটি বিমান থেকে তোলকা রাতের Manhattan সিটি নিউইয়র্ক৷
এটা কি কোনো আর্ট বা ইলাস্ট্রেশন? না এরা আসলে ক্যানসার কোষ!
এটা কোনো শিল্পীর আঁকা ক্যানভাস নয়! একটি শৈবালে ভরা নদী! (চীন)
এইযে, হেলো? 🙄 এটা কোনো বালিশ নয়! এক প্রজাতির খরগোশ! এদের লোম সাধারণত কেটে দিতে হয়, কারণ সম্ভবত এমনভাবে জিএম করা থাকে যে লোম দ্রুত বৃদ্ধি পায়৷ যার জন্য সবাই এগুলোক পালতে ভালবাসে।
পোলেন্ডের একটি বন
সান মার্টিন বিমানবন্দরের একটি অসাধারণ অবতরণ। ছোট এই সৈকতে বিমানবন্দর আর কত বড়ই বা হবে! (এটি বাংলাদেশের সেন্ট মার্টিন না)
নামিবিয়ার এই অসাধারণ গাছগুলো!
60 ফুট প্রশস্ত ও 200 ফুট গভীর এই গর্তটি কিন্তু আসলেই বাস্তব ।
এটি হাওয়ায় ভাসছে না, পারিষ্কার পানিতে ভাসছে৷
এগুলো সত্যিই এরকম! নিচ পর্যন্ত কষ্ট করে স্ক্রল করার জন্য ধন্যবাদ৷ কষ্ট করে যেহেতু এলেনই তাহলে নিচে একটা কমেন্ট করতে আর কষ্ট কিসে!!! ভাল থাকুন |
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1