এটির আসল উত্তর ছিল: বৃহস্পতি গ্রহ যেহেতু গ্যাসের তৈরি। তাহলে সেখানে আগুন ধরিয়ে দিলে কি হবে? সম্পূর্ণ গ্রহটা কি জ্বলে হারিয়ে যাবে?
আমাদের সৌরজগতের সর্বাপেক্ষা বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি । এটি এতই বড় যে সৌরজগতের অন্যান্য গ্রহ এর মধ্যে ঢুকে যেতে পারে । এমনকি বলা হয় - ১৩০০ টা পৃথিবী এর মধ্যে দিব্যি ঢুকে থাকতে পারে ।
এর গঠন অনেকটাই নক্ষত্রের মতন । তবে এই গ্রহ নক্ষত্র হতে পারত যদি এটি আরো ৮০ গুণ বড় হত ।
অনেকটা একটুর জন্য পাশ মার্কস মিস করা পরীক্ষার্থীর মতো । সেই যাইহোক এবার প্রশ্নে উল্লেখিত গ্যাসগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক ।
বৃহস্পতি গ্রহের মধ্যে উপস্থিত গ্যাসগুলি কি কি সেটা আগে জেনে নেওয়া যাক -
বৃহস্পতি গ্রহটিকে গ্যাস জায়েন্ট প্ল্যানেট বলা হয় । তার কারণ এটির অধিকাংশ স্থান জুড়ে রয়েছে গ্যাস । এর মূল গ্যাসগুলি হল - হিলিয়াম ও হাইড্রোজেন ।

এবার গ্যাস বললেই আমাদের স্বাভাবিক ভাবে মনে হয় যে গ্যাসের কাছে আগুন জ্বালালে দাউদাউ করে আগুন জ্বলবে নিশ্চয়ই । যেমন আমাদের ঘরে গ্যাস সিলিন্ডারের নবটা ঘুরিয়ে একটু আগুন ধরালেই পটাপট আগুন জ্বলে যায় । কিন্তু সব ক্ষেত্রে সেটা হয়না ।
কারণ আগুন ধরার জন্য আগে কতগুলি শর্ত পূরণ করা প্রয়োজন । সেই শর্তগুলো হল -
•জ্বালানি উপস্থিত থাকতে হবে।
•বাতাসে অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে ।
•আগুন জ্বলার জন্য উপযুক্ত তাপমাত্রা যাকে জ্বলনাঙ্ক বলে সেটি উপস্থিত থাকতে হবে ।
উপরিউক্ত শর্তগুলির মধ্যে একটিও যদি অনুপস্থিত থাকে । তবে আগুন কখনো জ্বলবে না।
এবার বৃহস্পতিতে জ্বালানি তো অগাধ রয়েছে। তর্কের খাতিরে ধরে নিলাম- তাপও সেখানে আপনি না হয় দিলেন । কিন্তু যেটা একেবারেই নেই । সেটা হল অক্সিজেন । তাই এই অক্সিজেনের অভাবে এই উপরিউক্ত ত্রিভুজটি সম্পূর্ণ হবে না ।
তাই আপনি নিশ্চিন্তে বৃহস্পতিতে আগুন জ্বালাতে পারেন । তাতে গ্রহটির কোন সমস্যাই হবে না । কারণ গ্রহটিতে কোনদিন আগুনই জ্বলবে না।