Photo of Ad1

নিনজা'র ইতিহাস কী? বর্তমান জাপানে নিনজাদের ঐতিহ্য কি আদৌ টিকে আছে?

 লোহার একধরনের হুক ব্যবহার করে দেওয়াল টপকিয়ে চুপিচুপি শত্রু শিবিরে ঢুকে গেল একদল ছায়া। কালো পোশাকধারী,মুখ ঢেকে রাখা একদল আততায়ী। অভিমুখে দৌড়ে যাওয়ার সময় থলি থেকে বের করে তাঁরা আকৃতির ধারালো ব্লেডগুলো ছুঁড়ে মারছে। ক্ষিপ্র তাদের গতি। বিশেষ আকৃতির ধারালো তলোয়ার দিয়ে ছিন্নবিচ্ছিন্ন করে দিচ্ছে সামনে অবস্থানরত শত্রুপক্ষের সদস্যদের। সে এক রক্তারক্তি কাণ্ড।

নিজেদের লক্ষ্য পূরণের সাথে সাথেই হঠাৎ এক ধরনের বিস্ফোরক ফাটিয়ে হাওয়ায় উধাও হয়ে গেল তারা। আর আপনি বড় বড় চোখ করে টিভির পর্দায় ঘটে যাওয়া পুরো চিত্রটি দেখার পর বহু বারের মতো মনে মনে আবারো শপথ করে নিলেন, তাদের মতোই আপনাকে হতে হবে, আপনাকে নিনজা হতেই হবে!

চিত্র ঃকল্পকাহিনীর কালো পোশাকে ছদ্মবেশী নিনজা আততায়ী

কিন্তু এতশত কল্প কাহিনীর ভিড়ে আপনি কতটুকু জানেন সত্যিকারের নিনজাদের সম্পর্কে? চলুন দেখি কল্পনার ভিড়ে জড়ো হওয়া নিনজাদের সত্যিকারের রূপ এবং ইতিহাস।

নিনজা কী এবং কারা?

নিনজা শব্দটা চৈনিক শব্দ নিনশা থেকে এসেছে। জাপানে যাদেরকে শিনোবি হিসেবেই জানে। শিনোবি বলতে বোঝায় ঐসকল ব্যক্তিকে যারা গোপন শিল্পে দক্ষ, যাদের শারীরিক এবং মানসিক সহ্য ক্ষমতা বেশি, কিংবা নিঃশব্দে ছিনিয়ে নেওয়ার শিল্পে দক্ষ।

সাধারণভাবে নিনজা হচ্ছে প্রাচীন জাপানের একদল গুপ্ত ঘাতক। সেসময় জাপানে সামন্ত প্রভুদের নির্দেশে অগতানুগতিক যুদ্ধবিগ্রহ পরিচালনা করা, গুপ্তচরবৃত্তি, নাশকতা, শত্রুদলের ভিতরে অনুপ্রবেশ, গুপ্তহত্যার মতো হিংসাত্মক কাজগুলো তাদের দ্বারা সংগঠিত হতো। সেই সময়কার শক্তিশালী সামুরাই যোদ্ধারা ছিল সম্মানিত এবং তারা নিজেদের জাহির করে বেড়াতো। কিন্তু নিনজারা ছিল তার বিপরীত। তারা ছিল নিচু সমাজের এবং নিজেদের গোপন রাখার ব্যাপারে ছিল সর্বদা সচেতন।

শুরুর ইতিহাস

নিনজাদের শুরুটা কোথা থেকে তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। সত্যিকারের ইতিহাসের চেয়ে এদের সম্পর্কে লোকগল্পই বেশি। সম্ভবত নিজেদের ছদ্মবেশ, কর্মকাণ্ড, গুপ্ত কার্যক্রম সম্পর্কে সবাইকে ধোঁয়াশাচ্ছন্ন রাখার জন্যই তারা নিজেদের ইতিহাস নিয়ে কোনো কিছু প্রকাশ করেনি। তবে প্রায় সব ইতিহাসবিদ একটি জায়গায় এসে উপনীত হয়েছেন যে, নিনজারা কৃষক শ্রেণীর নিম্নবিত্ত পরিবারের সদস্য। তাই অনেকের ধারণা তাদের আর্থিক, সামাজিক অবস্থান নিচু হওয়ার কারণে তাদের নিয়ে রচিত কোনো ইতিহাস নেই। অনেকের দাবি, জাপানের নিনজারা প্রাচীন চীনের থেকে অনুপ্রাণিত। জাপানের উত্তর-পূর্বে চীন। আর বরাবরের মতোই চীন নানাভাবে জাপানকে প্রভাবিত করে থাকে।

চিত্র ঃএকজন প্রাচীন সামুরাই যোদ্ধা

তাদের শুরুর ইতিহাস সঠিকভাবে কেউ না বলতে পারলেও অনেকের মতে নিনজাদের কার্যক্রম জাপানে শুরু হয় দ্বাদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। তবে বেশ ভালোভাবে আবির্ভূত হয় সেনগকু (Sengoku) সময়কালে, চতুর্দশ শতাব্দীর শেষে।

3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন
Photo of Ad1