Photo of Ad1

লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার ভ্রু নেই কেন?

মোনালিসার ভ্রু নেই কেন?
একটু ভালোভাবে লক্ষ করলে দেখা যায় মোনালিসার ভ্রু নেই। তাহলে কি দ্য ভিঞ্চি মোনালিসার ভ্রু আঁকতে ভুলে গিয়েছিলেন? ভিঞ্চির মতো এত দক্ষ আঁকিয়ে এই ভুল করবেন, এটা নিশ্চয়ই এত সহজে মানা যায় না। ২০০৭ সালে মোনালিসার এই ভ্রু রহস্যের ইতি ঘটে। ফরাসি প্রকৌশলী প্যাসকোল কোটে আল্ট্রা হাই রেজুলিউশন ক্যামেরা ব্যবহার করে নানাদিক থেকে খালি চোখে দৃশ্য-অদৃশ্য ১৩ রকম আলো ব্যবহার করে ২৪০ মিলিয়ন পিক্সেলের বেশ কিছু ছবি তোলেন। এতে ছবির বিষয়ের অনেক খুঁটিনাটি ব্যাপারগুলোও বিস্তারিতভাবে জানা যায়। এখান থেকে জানা যায় ভিঞ্চির আঁকা মূল ছবিতে মোনালিসার ভ্রু ছিল। তবে সেটি খুবই সরু। তা এতটাই সরু ছিল হয় তা এত বছরে মিলিয়ে গেছে নয়তো মিউজিয়ামের কোনো এক কিউরেটর অতিরিক্ত পরিচ্ছন্ন করতে গিয়ে ভ্রুগুলোও মুছে ফেলেন! ধন্যবাদ। 😊
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1