আমরা প্রতিনিয়ত জীবাণু যেমনঃ ব্যাকটেরিয়া বা ভাইরাস ইত্যাদি থেকে দূরে থাকার জন্য প্রতিনিয়ত হাত ধুয়ে থাকি, মুখে পানি ছিটাই, হাচি আসলে মুখে হাত দিয়ে থাকি। আসলে কি তাদের ছাড়া থাকতে পারি??
কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু এদের উপর নির্ভর করে থাকি। আইডোহা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলোজিস্ট ক্যারোলিন বোহাকের মতে, আমাদের দেহে যেই ব্যাকটেরিয়া বসবাস করে তা হাফ গ্যালন জগ ভর্তি করতে পারে। তাছাড়া মানব কোষের চেয়ে ১০ গুন বেশি ব্যাকটেরিয়া কোষ থাকে মানুষের শরীরে। আসলে, আমরা তাদের ছাড়া বেঁচে থাকতে পারবো না।
ব্যাকটেরিয়া যে রাসায়নিক পদার্থ উৎপাদন করে তা আমাদের খাদ্য থেকে শক্তি এবং পুষ্টি উৎপন্ন করতে সাহায্য করে। জীবাণু বিহীন প্রাণী তাদের ওজন ঠিক রাখতে সাধারণ প্রাণী থেকে ৩ গুন বেশি ক্যালরি খরচ করে। যখন সেই প্রাণীকে পরে ব্যাকটেরিয়ার ভ্যাকসিন/ডোজ দেওয়া হয় তখন তাদের শরীরের চর্বি মাত্রা কমে যায়, এমনকি তারা আরও বেশি খেতে পারে না। তাই ব্যাকটেরিয়ার বিমুক্ত হওয়া নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ হয়ে যায়।