Photo of Ad1

সবার হাতর লেখা অালাদা কেন?

 সবার হাতর লেখা এক নয়।

প্রত্যেকটি মানুষের হাতের লেখা ভিন্ন হয়।কারণ সবার শারীরিক গঠন এক নয়। হাতের হাড়ের গঠন এক রকম করে সৃষ্টিকর্তা তৈরি করেন নি। আর মানুষের একেক জনের বয়স, হাতের গঠন, হাড় আলাদা যেমন আঙুলের ছাপও ভিন্ন।


এছাড়াও কলম ধরার পদ্ধতি এবং মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত ডান হাতি বা বা হাতে লেখার পদ্ধতি কারণে লেখা এক হয় না।লেখার অভ্যাসও ফ্যাক্ট করে।


যদি সবার হাতের গঠন এক হতো! তবে সবাই একই রকম লিখত এবং অনেক টা কম্পিউটার এর তৈরি করা "প্রোগ্রামিং কোড" দিয়ে লেখার মতো হতো। অর্থাৎ আমাদের লেখা কম্পিউটার এর টাইপ/প্রিন্ট করা লেখার মতো দেখা যেত!!





ছবি গুগল


এমনকি ছোট শিশুদের ক্ষেত্রে এমন হয় যা দেখলে আরো ভালো বুঝতে পারবেন।





ছবিতে দেখতে পাচ্ছেন একটি শিশুর হাতের রেডিওগ্রাফ (বামে) যার এখনও স্কুলে যাওয়ার বয়স হয়নি। ডানের ছবিতে দেখতে পাচ্ছেন ৭ বছর বয়সি আরেকটি শিশুর হাতের রেডিওগ্রাফ যে স্কুলে যেতে পারে, লিখতে পারে।


দুটো ছবির মধ্যে পার্থক্যটা খেয়াল করি। এই ছবিটিই তার উত্তর। তাদের হাত এখনও পুরোপুরি গঠিত হয়নি। ছবিতে দেখা যাচ্ছে আঙ্গুলের হাড়গুলোর মধ্যে এখনও অনেক ফাঁকা রয়েছে। যা কলম ধরতে এবং তা নিয়ন্ত্রন করতে বাধা সৃষ্টি করে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1