Photo of Ad1

রাশিয়ান ঈগলের ২০বছরের যাত্রাপথ।

 রাশিয়ার একটি ঈগল পাখি ২০ বছরে বিশ্বের একাধিক দেশ ভ্রমণ করে ফেলেছে, কুড়ি বছর বাদে সৌদি আরবের "ভ্যালি অফ চাইল্ডে" এসে অবশেষে ঈগল পাখিটি মারা যায়....




হ্যাঁ, প্রায় ২০ বছরে অন্তত ১৫টি দেশের উপর দিয়ে উড়ে গেছে রাশিয়ার এক ঈগল পাখি। তবে ঈগল পাখিটি সন্তর্পণে সমুদ্র অর্থাৎ জলভাগ এড়িয়ে গেছে....




প্রায় ২০ বছর আগে রাশিয়াতে ঈগল পাখিটির পিঠে ট্র্যাকার ডিভাইস লাগানো হয়েছিল, এতেই সব পরিষ্কার হলো যে বেশিরভাগ প্রজাতির পাখিরা বেশিরভাগ সময়ই জলপথের উপর দিয়ে উড়ে বেড়ায়, কিন্তু এই ঈগল পাখিটি জলপথকে এড়িয়ে স্থলভাগের উপর দিয়ে প্রায় কুড়ি বছর ধরে পনেরোটি দেশে ঘুরে বেড়িয়েছে....




একটা ছোট্ট ঈগল পাখি কুড়ি বছরে প্রায় পনেরোটা দেশ ভ্রমণ করে ফেলেছে, এটা একটা দারুণ ব্যাপার....


নীচে ম্যাপের সাহায্যে ঈগল পাখিটির কুড়ি বছরের যাত্রাপথকে চিহ্নিত করা হয়েছে....




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1