👉পৃথিবীর🌏 সবচেয়ে ভয়ঙ্কর জায়গা গুলির মধ্যে অন্যতম হল :—
১ . জাপানের রক্ত জলের হ্রদ (Bloody pond) : — এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে অন্যতম। এটিকে জাপানের নরকের দরজা হ্রদ বলে। স্থানীয় ভাবে একে Chinoike Jigoku বলে ।
এই হ্রদটির জল প্রচণ্ড উষ্ণ হওয়ায় অবিরাম কুয়াশাচ্ছন্ন করে বাষ্প বের হয়ে থাকে।
এই হ্রদটির জল দেখতে প্রায় লালচে রঙের হয় ।ইহা জাপানের ঔটা (Oita ) তে অবস্থিত।
২ . জীবন্ত আগ্নেয়গিরি : 🌠🌋🔥: —এখানে যে কোন মুহুর্তে অগ্ন্যুৎপাত হওয়ার ভয় রয়েছে।
এর ফলে এর পাশাপাশি অঞ্চলে তীব্র ভূমিকম্পের সৃষ্টির সঙ্গে সঙ্গে ঐ পাহাড়ের মুখ দিয়ে লাভা ,ম্যাগমা চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে বনভূমি, বসতি পুড়ে ছাই হয়ে যায়।
৩ . ব্রাজিলের " স্নেক আইসল্যান্ড "।
এটা ব্রাজিলের উপকূলীয় এলাকায় আটলান্টিক মহাসাগরে অবস্থিত।ইহা সাও পাওলো রাজ্যের ইটানহায়েম পৌরসভার অন্তর্গত । এই দ্বীপের আয়তন মাত্র ৪৩ হেক্টর ।
৪ . বারমুডা ট্রায়াঙ্গল :— এটি উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমে অবস্থিত। একে শয়তানের ত্রিভুজ ও বলাহয়ে থাকে। এখানে কোন বিমান ✈️, জাহাজ ⛴️🚢গেলে হারিয়ে যায়।😨😱😓
৫ . উত্তর সেন্টিনেল দ্বীপ :—এটি আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত।
এই দ্বীপটি তে পৃথিবীর সবচেয়ে আদিম জনজাতি সেন্টিনেল রা বসবাস করে।
এখানে তারা অন্য কোন মানুষ দের পেলে বিষাক্ত তীর ছুড়ে মেরে ফেলে।
ভারত সরকার থেকে এই এলাকা তে সম্পূর্ণ জনপ্রবেশ নিষিদ্ধ করেছে।
আয়তন :–৫৯.৬৭ কিমি.²
জনসংখ্যা :— ৪০– ৪০০( আনুমানিক ২০১৮ সালের হিসাব অনুযায়ী)
৬ . নদী / সমুদ্রের চোরাবালি এলাকা :— এই সব এলাকায় নীচে গভীর গহ্বর থাকে, অথচ ওপরে আলতো ভাবে বালিতে ঢাকা থাকে , যখন কেউ ঐ স্থানে যায় তৎক্ষণাৎ তা ভেঙে নীচের দিকে তলিয়ে যায়, এভাবে এগুলি প্রাকৃতিক মৃত্যু ফাঁদ হিসেবে কাজ করে। অতএব কোন অচেনা নদীর / সমুদ্রের উপকূলে নির্জন স্থানে যাওয়া মানা ।
৭ . নরকের দ্বার : – এটি তুর্কমেনিস্তানের আহেল প্রদেশের দরওয়াজা অঞ্চলে অবস্থিত।এটি কারাকুম মরুভূমিতে অবস্থিত। স্থানীয়রা একে Jähennem derwazesi (নরকের দ্বার /জাহান্নামের দরবাজা )বলে ।
এখানে ১৯৭১ সনে ভূবিজ্ঞানীরা প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খনন কাজ শুরু করে কিন্তু ব্যর্থ হওয়ায় , পরে সেখান থেকে যাতে কোনোভাবেই বিষাক্ত বায়ু পরিবেশে ছড়িয়ে না পড়ে , তাই ওখানে অগ্নিসংযোগ ঘটান।তবে আশ্চর্যের বিষয় হলো এই আগুন ৫০ বছর ধরে আজও জ্বলছে।
ধন্যবাদ 🤗
©সুদেব সরকার