Photo of Ad1

কিছু কষ্টদায়ক ছবি।😥

 এই ছবিগুলো দেখে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম।

সতর্কীকরণঃ গ্রাফিক্স কন্টটেন্ট অাছে।

ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা পাইলট তিমির রক্তগঙ্গা বইছে। ডেনমার্কের ফারো দ্বীপের মানুষেরা ঐতিহ্যবাহী উৎসবের নামে এভাবেই তিমিদের গণহত্যা করে। ডেনিশ সরকারের সদিচ্ছা থাকলেও দ্বীপের বর্বর অধিবাসীদের এই নিষ্ঠুরতা থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়।

চোরা শিকারিরা গণ্ডারটিকে মেরে এর শিং কেটে নিয়ে গেছে।

উদ্ধারকৃত হাতির দাঁতের সারি।

চীনে ইউলিন উৎসবে প্রতি বছর এভাবেই শত শত কুকুর হত্যা করে মাংস খাওয়ার ধুম চলে।

ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যুক্তরাষ্ট্রে বন্য বাইসনের খুলির পাহাড়। আগ্নেয়াস্ত্র দিয়ে হাজার হাজার বাইসন হত্যা করার পর পড়ে থাকা খুলিগুলো দিয়ে সার বানানো হতো।

চোরা শিকারিদের হাতে নিহিত বাঘের চামড়া।

পাচারকারীদের কাছ থেকে আটককৃত চামড়াছেলা বনরুইয়ের স্তূপ।

জিম করবেট যথার্থই বলেছিলেন—কোন প্রাণিকেই নীচ প্রকৃতির বলা চলে না, নীচতা হলো কেবলমাত্র মানুষের বৈশিষ্ট্য।

Photo of Ad1
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন