Photo of Ad1

রক্ত কীভাবে তৈরি হয়?

 রক্ত উৎপাদনের কারখানা

মানব দেহে যদি আমরা রক্ত উৎপাদনের কারখানা খোঁজ করতে যাই তবে আমাদের সর্বপ্রথম চোখ পড়বে অস্থি(হাড়ের) মজ্জার ওপর। এখান থেকেই প্রায় সব রক্ত কণিকা উৎপাদিত হয়। আমরা মুরগির হাড় ভাঙলে এর ভেতর লালচে অংশ দেখতে পাই। এটি হচ্ছে মুরগির হাড়ের মজ্জা। ঠিক একই ভাবে মানুষের হাড়ের মধ্যেও এমন নরম অংশ রয়েছে। এই অংশই মূলত আমাদের অস্থির মজ্জা, যা দেহের রক্ত উৎপাদন করে থাকে।

এছাড়াও পাঁজরের নিচের ছোট একটি অংশ, ওজনে ১৫০-২০০ গ্রামের মতো, 'প্লীহা' যা রক্ত সংবহন তন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত কণিকার রিজার্ভার হিসেবে কাজ করে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1