Photo of Ad1

পিপড়া কেন মিষ্টি পছন্দ করে?দ

 পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী পিঁপড়া । এর জন্য তার অনেক ক্যালোরির প্রয়োজন হয় । তারা অন্যতম বুদ্ধিমান পতঙ্গ ও বটে।

মিষ্টি খাবারগুলো বেশিরভাগ গ্লুকোজ সমৃদ্ধ ও ঘ্রাণ যুক্ত। এসব দ্রুত শরীরে শক্তিও দেয় ।

পিঁপড়ারা এসব খায় ও শীতকালের জন্য তাদের আবাস স্থলে সঞ্চয় করে ।

চিনি চোর!

বহু দিনের অভিজ্ঞতায় তারা দেখেছে , মিষ্টি খাবারগুলো শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে ।

পিঁপড়া নকল চিনির চেয়ে আসল চিনি বেশি পছন্দ করে ।আবার চিনির চেয়ে মধু খাওয়া সহজ বলে ,মধু বেশি পছন্দ করে । তবে লবন তাদের সবচেয়ে অপছন্দের খাবার। তারা তাদের এন্টেনার সাহায্যে আসল নকল চিনি এসব পার্থক্য ধরতে পারে । এসব কাজ পুরোটাই শ্রমিক পিপড়েরা করে থাকে ।

পিপড়েদের বাসায় একধরনের জ্বালা থাকে যেখানে চিনি বা মধু সঞ্চিত থাকে ও সেটার ভেতর অন্য পিঁপড়ারা ঘুমিয়ে থাকে । ক্ষুধার্ত শ্রমিক পিঁপড়া জ্বালার বাইরে থেকে পা দিয়ে জ্বালায় টোকা দিলে জ্বালার ভেতর থেকে পিঁপড়েরা তাকে একফোঁটা মধু উপহার দেয় , সেটা খেয়েই থাকে।

যেখানে একবার মিষ্টি খাবার পায় , তারা সেখান থেকে ঘাঁটিতে বহন করে নিয়ে যায় ও যাওয়ার সময় পথে ফেরোমন রাসায়নিক ছড়িয়ে দেয় , এতে অন্য পিঁপড়ারা সহজে মিষ্টির ঠিকানা জেনে ফেলে। মিষ্টি শেষ হয়ে গেলেও, সে জায়গাটা কিছুদিন পর পর চেক করে যায় ।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1