সূর্যের দহন রাসায়নিকভাবে হচ্ছে না। সূর্য পারমাণবিক ফিউশন প্রক্রিয়ায় (অ্যাটমিক বোমা যে প্রক্রিয়ায় বিস্ফোরিত হয় এর উল্টো প্রক্রিয়া) হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি করে শক্তি উৎপাদন করে। যদিও সূর্যে সামান্য অক্সিজেন আছে কিন্তু এই প্রক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেনের দরকার নেই।