Photo of Ad1

চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেলে পৃথিবীর ওপর কোনও প্রভাব পড়বে কি?

 চাঁদ অর্থাৎ আমাদের বা পৃথিবীর একমাত্র উপগ্রহ। বলা হয় পৃথিবী সৃষ্টির পর পৃথিবীর সঙ্গে 'থিয়া' নামক গ্রহের আঘাতে পৃথিবীর কিছু অংশ মহাশূন্যে ছিটকে পৃথিবীর চারিদিকে আবর্তন করছে যাকে আমরা চাঁদ বলি।

এবার আপনার প্রশ্ন চাঁদ দুই টুকরো হলে সমস্যা কোথায়।

আসলে মূল সমস্যা হলো চাঁদ দুটুকরো হলে পৃথিবী নিজের অক্ষের উপর স্থির থাকতে পারবে না অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের ও কক্ষতলের কোণ 66½ ডিগ্রি তে স্থির থাকবে না। ফলে নিরবচ্ছিন্নভাবে ঋতু পরিবর্তন হবে

এবং পৃথিবীর গতি তুলনামূলকভাবে বেড়ে।

কারণ, ধরুণ আপনাকে বলা হলো একটা ঢিল দড়ির সঙ্গে বেঁধে দড়ি সুদ্ধু ঘোরাতে ঘোরাতে আপনাকে ঘুরতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে আপনাকে বলা হল দড়ি ও ঢিল ছাড়া ঘুরতে হবে।

সুতরাং বোঝা যায় যে আপনি দ্বিতীয় ক্ষেত্রে জোরে ঘুরবেন এক্ষেত্রে পৃথিবীর সঙ্গেও তাই হয়। পৃথিবী নিজের মাধ্যাকর্ষণ বল দ্বারা চাঁদ কে আকর্ষণ করে ঘুরতে থাকে ফলে তার গতিবেগ কমে যায়।

ধন্যবাদ, লেখায় কোনো ভুল থাকলে মাফ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1