Photo of Ad1

অ্যাস্ট্রাল প্রজেকশন কী?

 

*Astral Projection*

আপনি যে ঘটনার সম্মুখীন হয়েছেন বা যে ঘটনার বর্ণনা দিলেন তাকে বলে (Astral Projection)এস্ট্রাল প্রজেকশন

এটি মূলত এমন একটি অবস্থা যেখানে আত্মা দেহ থেকে আলাদা হয়ে স্বধীন ভাবে ঘোরাফেরা করতে পারে।একটু অদ্ভুত শোনালেও এমনটা করা সত্তিই সম্ভম । গুগলে সার্চ দিলে দেখতে পাবেন এমন হাজার খানিক লোক রয়েছে যারা তাদের এস্ট্রাল প্রজেকশনের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছ এমনকি ইউটিউবেও পেয়ে যাবেন সেইসব ভিডিও।

চলুন এবার এস্ট্রাল প্রজেকশনের যাবতীয় বিষয়ে নিয়ে কথা বলা যাক।

এসট্রাল প্রজেকশনের করার উপায় (The hemmock Technique):

স্বাভাবিক ভাবে আপনার নির্দিষ্ট সময় ঘুমাতে যাবেন।আপনার সম্পূর্ণ মনোযোগ শ্বাস প্রশ্বাসের দিকে রাখবেন।আস্তে আস্তে আপনার শরীর রিল্যাক্স হতে শুরু করবে এবং মস্তিষ্ক তার কাজ ধীর গতিতে করবে।কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার মস্তিষ্কে সজাক রাখতে হবে।শরীর কে ঘুমাতে দিতে হবে কিন্তু মস্তিষ্ককে নয়।

এভাবে ২০-২৫ মিনিট পার করতে হবে(একটু বেশি ও লাগতে পারে)।একসময় আপনি অনুভব করবেন আপনার শরীর কাপছে এবং প্রচুর শব্দ শুনতে পারছেন।এর অর্থ আপনার শরীর থেকে আত্মা আলাদা হচ্ছে। হঠাৎই আপনি আপনাকেই দেখতে পারবেন।(এর পরের ধাপগুলো ব্যক্তিনির্ভর হয়ে থাকে)।

এস্ট্রাল প্রজেকশনের কিছু ইতিবাচক দিক --

১.মানুষের সবচেয়ে প্রবল যে ইচ্ছে ' উড়তে পারা ' তা পূরণ হবে।

২. ইউনিভার্সের অজানা জায়গা গুলো পরিভ্রমণ করতে পারবেন খুব দ্রুত।

৩.এক অন্যরকম অনুভূতির অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

এস্ট্রাল প্রজেকশনের কিছু নেতিবাচক দিক ---

*ইন্টারনেটে এস্ট্রাল প্রজেকশনের ইতিবাচক ও নেতিবাচক দুটোই অভিজ্ঞতার বর্ণনা পাবেন।এর মধ্যে উল্লেখযোগ্য কিছু নেতিবাচক দিক* --

১. সাধারণত নিয়মিত মেডিটেশন করে না এমন কেউ এস্ট্রাল প্রজেকশন করলে আত্মা শরীর থেকে আলাদা হওয়া এবং প্রবেশের সময়ে সমস্যা দেখা দিতে পারে।যার ফলে মৃত্য ও সম্ভাব্য।

২.দেখা গেছে অধিক এস্ট্রাল প্রজেকশন করা ব্যক্তিদের বার্ধক্য দ্রুত চলে আসে।

কি ভাবছেন?!! দেখবেন নাকি একবার চেষ্টা করে😚

(উল্লেখ্য: উত্তরদাতার এস্ট্রাল প্রজেকশনের কোনও পূর্ব অভিজ্ঞতা নেই 😁)

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1