প্রতিটি মৌমাছির মৌচাকে অন্তত ১০ হাজার মৌমাছি থাকে, যার ফলে তাদের বেঁচে থাকার জন্য প্রচুর মধুর প্রয়োজন হয়। তাই তারা মধু সংগ্রহ করে এবং জমা রাখে। মধুতে প্রচুর গ্লুকোজ থাকে যা মৌমাছির শক্তি ও সুস্থ্যতা বজায় রাখে। বিরূপ প্রকৃতিতে মৌমাছির জীবন ধারণের জন্য অনেক খাবারের প্রয়োজন পড়ে।
মৌমাছির খাবার হলো মধু এবং পোলেন। নিজেদের খাওয়ার জন্য তারা অতিরিক্ত মধু সংরক্ষণ করে রাখে। মধুতে কার্বোহাইড্রেট বেশি থাকে এবং পোলেনে বেশি থাকে প্রোটিন বা আমিষ। শীতকালে ফুলে মধু কম থাকে। গ্রীষ্মে মধু বানায় শীতের সময় দেহের চাহিদা পূরণের জন্য। কারণ শীতে মধু তেমন পাওয়া যায় না। খুব ঠাণ্ডার সময় তাদের সঞ্চিত মধু খেয়ে জীবন ধারণ করে। শীতে ফুল বেশি থাকলেও, অতিরিক্ত ঠান্ডার কারণে তারা উড়ে গিয়ে গিয়ে মধু সংগ্রহ করতে পারে না। তাই তাদের পুরো কলোনির জীবন ধারণের জন্য অনেক মধুর প্রয়োজন পড়ে।
I want the next post!
উত্তরমুছুনGive me the next post!!!