আমাদের সাধারন মানুষের ধারনা মাটি হল আমাদের পায়ের নিচের অংশটুকু, এর বেশি খুব একটা কিছু আমরা জানি না।
➡️সংজ্ঞা:
মাটির সর্বাধিক প্রচলিত মতবাদ ( kellogg's defination) অনুযায়ী মাটি হল ভূত্বকের নির্দিষ্ট অনুপাতের প্রাকৃতিক দ্রব্যাদির সমন্বয় যা উদ্ভিদ বৃদ্ধিতে সহায়তা করে। এবং এটি জলবায়ু বা অন্যান্য কারনে দীর্ঘ সময় ধরে সৃষ্টি হয়।
➡️উপাদানসমূহ:
খনিজ মাটি মূলত চারটি উপাদান যথা -জৈব পদার্থ,অজৈব পদার্থ,পানি এবং বায়ু দিয়ে গঠিত।তাদের অনুপাতগুলো মাটিভেদে কিংবা অঞ্চলভেদে ভিন্ন হয়।একটি উদ্ভিদ বৃদ্ধিতে সক্ষম আদর্শ দোআঁশ মাটিতে সাধারনত ৪৫% অজৈব /খনিজ পদার্থ, ৫% জৈব পদার্থ, ২৫%পানি এবং ২৫% বায়ু থাকে।পানি এবং বায়ুর পরিমান কম বেশি হয়ে থাকে।মোটকথা, উদ্ভিদ জন্মদানে সক্ষম আদর্শ দোআঁশ মাটিতে ৫০% খালি জায়গা(পানি+বায়ু) এবং ৫০% কঠিন পদার্থ থাকে।
➡️মাটির গঠন:
মাটি প্রধানত বিশাল বিশাল পাথরখন্ড(Rock) থেকে জলবায়ুগত কারনে হাজার বছর ধরে ভাঙ্গনের ফলে সৃষ্টি হয়।
➡️রক (rock) কী এবং ধরন:
রক হলো এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শক্ত দলা যা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গঠিত হয়েছে। রক প্রধানত ইগনিয়াস, সেডিমেন্টারী এবং মেটামরফিক এই তিন ধরনের হয়ে থাকে।বাংলাদেশের বেশিরভাগ রক সেডিমেন্টারী ধরনের হয়ে থাকে।
বিজ্ঞানীরা মাটিকে জীবিত বলে থাকেন কারন, সামান্য এক টেবিলচামচ মাটিতে লক্ষ লক্ষ অনুজীব থাকে।
শিশির দত্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়