Photo of Ad1

হাইড্রোজেন মৌলের পরমাণুতে নিউট্রন নেই কেন?

 নিউট্রনের কাজ মূলত প্রোটন গুলোকে একসাথে ধরে রাখা। প্রোটনগুলো ধনাত্মক চার্জবিশিষ্ট, তাই এরা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে প্রোটনগুলো কিভাবে পরমাণুর কেন্দ্রে একত্রে থাকবে? এইখানেই কাজ করে নিউট্রন। নিউট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ বল (সবল নিউক্লিয় বল) কাজ করে। এটি সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল। এখন নিউট্রন যেহেতু একসাথে আছে, নিউটন গুলো যেহেতু প্রোটনের সাথে সবল নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ আছে, তাই প্রোটনগুলোকেও মিলেমিশে থাকতে হয়। মানে বাঘে মহিষে (একই চার্জবিশিষ্ট প্রোটন যারা পরস্পরকে বিকর্ষণ করে) এক ঘাটে জল খেতে হয় আরকি। এ কারণে প্রোটনের সংখ্যা যত বেশি হয়, সেগুলোকে একসাথে ধরে রাখার জন্য নিউট্রনের সংখ্যাও বাড়তে থাকে। ফলে পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পায় নিউট্রন সংখ্যাও তত বাড়ে।

Image: Internet

কিন্তু খেয়াল করুন, হাইড্রোজেনে একটিমাত্র প্রোটন থাকে। তাই স্বাভাবিকভাবে, একাধিক প্রোটনকে একসাথে বেঁধে রাখার জন্য আর নিউট্রন নামক আঠার আর দরকার হয় না। তাই সাধারণত হাইড্রোজেনে শুধুমাত্র প্রোটন থাকে, নিউট্রন থাকে না।

একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। আপনার বাবা এবং মা এক‌ই পদার্থ। পরীক্ষায় খারাপ করলে দুজনে একসাথে বকাঝকা করে। আবার ভালো কিছু করলে একসাথে আদর করে।কিন্তু একই পদার্থ হওয়ার পরেও তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে। 😆 তো, একদিন ঝগড়া করতে করতে দুজনেই ঠিক করেছে বাড়ি ছেড়ে চলে যাবে। একে অপরের বিকর্ষণে তারা দুইজন বাড়ির দুই দিকের দুই দরজা দিয়ে বের হচ্ছে। এখন আপনি আর আপনার ভাই কী করলেন, একে অপরের হাত ধরে ফেললেন। তারপরে আপনি ধরলেন আপনার মায়ের হাত, আপনার ভাই ধরল আপনার বাবার হাত। 🤣🤣আপনাদের মায়ার টানে তারার একে অপরের বিকর্ষণের পরেও বাড়ি ছেড়ে চলে যেতে পারল না।🤣😇

কিন্তু তারা আবার চলে যাবে এই ভয়ে, আপনি বাসা থেকে বের হন না।

এখন যদি বাসায় বাবাই না থাকে, তাহলে বিকর্ষণের প্রশ্নই ওঠে না। আর তাদের বিকর্ষণের তাণ্ডবের ভয়ে আপনার‌ও বাসায় থাকার দরকার নাই। আপনি নির্ভয়ে ঘর থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লেগে গেলেন।

হাইড্রোজেনের বিষয়টাও এমনই।

(বি:দ্র: এটা আমার ব্যক্তিগত মতামত। কখনো কারো কাছে শুনেও থাকতে পারি। তাই ভুল থাকতে পারে। এর হয়তো আরো উচ্চতর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।)

ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1