Photo of Ad1

স্বাস্থ্য সম্পর্কিত কিছু ভুল তথ্য!

 


স্বাস্থ্য সম্পর্কিত বহু তথ্য আছে- যেগুলো বর্তমানে কার্যকরণ সম্পর্কিত নয় : যেমন-

  1. জ্বর রোগ হলে ভাত খাওয়া যাবে না, গোসল করা যাবে না- ইত্যাদি।
  2. ডায়েরিয়া হলে - পানি পান করা যাবে না।
  3. ধুম-পান ক্যান্সারের আসল কারণ।
  4. করোনা-19 থেকে মুক্তির জন্য গো-মূত্র ভক্ষন।
  5. যক্ষ্ম হলে রক্ষা নাই- এমন ধারণা।
  6. ভরা পেটে গোসল করা।
  7. মাথা ঠান্ডা রাখার জন্য শীতল পানি দিয়ে গোসল করা।
  8. কালোমেঘ, চিরতা পানি খাইয়ে ম্যালেরিয়া তাড়ানো।
  9. প্রতিদিন কমপক্ষে 6/7 লিটার পানি পান করা।
  10. ঘুমের ঘোরে বোবা ধরা।
  11. মৃগি রোগ বা সূচি বায়ুকে পাগল মনে করা।
  12. কাঠি দিয়ে কান চুলকানো। ইত্যাদি।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1