Photo of Ad1

পৃথিবীর সবচেয়ে দামি পদার্থের নাম কী এবং এটি কি কাজে ব্যবহৃত হয় ?

 Periodic Tableএর শেষে যে পদার্থগুলো দেখতে পাওয়া যায়, তা সবগুলই দামি। এর কারণ হলো, ওই পদার্থগুলো মনুষ্য-তৈরি বা man-made। আবার ওগুলো তৈরি করতে যে পরিমান শ্রম, সময়, অর্থ ব্যয় করতে হয় সেই তুলনাই তারা অত্যন্ত ক্ষণস্থায়ী। এরা এতটাই ক্ষণস্থায়ী যে, রসায়নবিদরাই এদের উপর ভালো ভাবে পরিক্ষা নিরীক্ষা চালাতে পারে না।

যা হোক। ওগুলো বাদ দিয়ে যদি বলেন যে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এমন উপাদানগুলোর মাঝে সবচেয়ে দামি কোনটা, তাহলে নিঃসন্দেহে সেটা হবে ফ্রান্সিয়াম(Francium)। Periodic Table এর Group 1, Period 7 এর 87 Atomic Number বিশিষ্ট মৌলটি হলো ফ্রান্সিয়াম। প্রাকৃতিক ভাবে পাওয়া গেলেও এর স্থায়িত্ব এত কম যে এদের দাম গ্রামপ্রতি ১০০ কোটি মার্কিন ডলার নির্ধারণ করতেও কার্পণ্য করেনি বিজ্ঞানিরা। এটি তেজষ্ক্রিয়এবং এর অর্ধায়ুকাল কেবল ২২ মিনিট। এটি এতটাই ক্ষণস্থায়ী যে এটিকে কখনোই ১ গ্রাম পাওয়া যায়নি। এমনকি এটি কে তৈরি করেও না।

ফ্রান্সিয়াম এত ক্ষণস্থায়ী হওয়ার দরুন ফ্রান্সিয়ামকে কোন কাজে লাগানো হয় না।

এখন যদি বলেন, ভাই, এমন কোন পদার্থ এর নাম বলুন যা ক্ষণস্থায়ী নয়, যা আপনি আমি সবাই দেখতে পারব, তাহলে সে ক্ষেত্রে যে পদার্থের নাম বলব তা হচ্ছে স্ক্যান্ডিয়াম ( Scandium)। কী? শুনে অবাক হচ্ছেন কী? নাম কি চেনা চেনা লাগে? না চিনলেও সমস্যা নেই। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এটি একটি ক্ষারক পদার্থ, Group 3, Period 4, Atomic Number 21। পর্যায়সারণী তে এর অবস্থান ঠিক ক্যালসিয়ামের পরে। গ্রামপ্রতি এর দাম পরবে মাত্র ২৭০ মার্কিন ডলার। এত দামের কারণ এর ব্যবহার। স্ক্যান্ডিয়াম ব্যবহার করা হয় alloy তৈরিতে। এই alloy যেনতেন নয়। রকেট, নভোযানে এগুলো ব্যবহার করতে হয়। স্ক্যান্ডিয়াম মটেও দুর্লভ নয়। তবে এর ব্যবহার এত মুল্যবান কাজে এত বেশি ব্যবহার হয় যে এর দাম আকাশচুম্বী। ফলতঃ সাধারণ জনগন তা কিনতে পারে না।


অনেককে এই প্রশ্নের উত্তরে anti matter নিয়ে বাড়াবাড়ি উত্তর দিতে দেখালাম। হ্যাঁ। এটা সত্য যে anti hydrogen এর দাম অনেক বেশি। তবে প্রশ্নের কথা আর উদ্দেশ্য anti hydrogen বা anti matter দ্বারা পূরণ হয় না। কারণ ওগুলো কোন পদার্থ নয়। নামেই আছে anti, অর্থাৎ এটি অপদার্থ।

অনেকে আবার লুটেসিয়ামকে সবচেয়ে দামি বলে দাবি করছে। এটা অবশ্য তাদের দোষ না। বিভিন্ন ওয়েবসাইটে একই কথা লেখা। তবে একটু ঘেঁটে দেখলে জানতে পারবেন, লুটেসিয়াম(Lutetium) এর দাম কেবল গ্রামপ্রতি ১০০ মার্কিন ডলার বা তারও কম।[1] অতএব লুটেসিয়াম মটেও সবচেয়ে দামি পদার্থ না।


অস্বীকৃতি:

পদার্থের বাজারমূল্য ২০১৯ সাল অনুযায়ী। দাম মুদ্রার মূল্যের সাথে হেরফের হতে পারে। মূল্যের উপর নির্ভর করে এই প্রশ্নের উত্তর বদলাতে পারে।

তথ্যসূত্র:

#71 - Lutetium - Lu

The Five Most Expensive Elements in the World

Can You Name the Most Expensive Element?


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1