Photo of Ad1

বিজ্ঞানের কিছু মজার তথ্য।

 এই মুহূর্তে মনে আসছে এরকম কিছু মজার জিনিস ভাগ করে নিচ্ছি।

  • আপনি কখনো এক হাতের মুঠোয় চাপ দিয়ে ডিম ভাংতে পারবেন না।
  • সূর্যের কেন্দ্র থেকে আলোর কণা পৃথিবী পর্যন্ত আসতে কত সময় নেয় জানেন? প্রায় ৪০০০০ বছর ৮ মিনিট। এর মধ্যে সূর্যের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত আসতেই সময় লাগে প্রায় ৪০০০০ বছর।বাকি ৮ মিনিট লাগে পৃষ্ঠ থেকে পৃথিবী পর্যন্ত আসতে
  • একজন মানুষ তার জীবদ্দশায় যে পরিমাণ হাঁটে তা পুরো পৃথিবী পাঁচবার হাঁটার সমান।অর্থাৎ,আপনি যখন থেকে হাঁটা শিখেছেন তখন থেকে যদি “থাকব নাকো বদ্ধ ঘরে” শ্লোগান তুলে বিশ্ব ভ্রমণে বের হন তাহলে মৃত্যুর আগ মুহূর্তে দেখবেন পুরো পৃথিবী আপনি পাঁচবার ভ্রমন করে ফেলেছেন।
  • আমাদের জিহ্বা লালার সাহায্য ছাড়া কোনো কিছুর স্বাদ বুঝতে পারেনা
  • মায়ের পেটে থাকাবস্থায় আপনার চেহারা কীভাবে তৈরী হয় জানেনদেখুন—
  • অক্টোপাসের ব্রেইন কয়টা জানেন? নয়টা,তাদের প্রত্যেক শুঁড়ে থাকে একটা করে ব্রেইন, যেগুলোর প্রত্যেকেই এককভাবে কাজ করতে পারে। আর হৃৎপিণ্ড থাকে তিনটা। এদের রক্ত হয় নীল,আমাদের মতো লাল নয়।
  • পুরো আটলান্টিক মহাসাগরে যত চামচ পানি আছে তার ৮ গুন পরিমাণ পরমাণু আছে কেবল এক চামচ পানিতে।
  • আপনার শত্রুকে যদি আপনি কখনো পা উপরে তুলে মাথা নিচের দিকে দিয়ে যথেষ্ট উচ্চতায় থেকে ছেড়ে দেন তাহলে কী ঘটবে? নিশ্চয়ই মাথার উপর দেহের সমস্ত ভার পড়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে সে মারা যাবে।কিন্তু এভাবে যদি আপনি একটা বিড়ালকে মারতে যান তাহলে নিশ্চিত ব্যর্থ হবেন।কারন একটা বিড়ালকে আপনি যত উপর থেকে যতই উল্টা করে ছেড়ে দেননা কেন, সে শূন্যে উল্টে গিয়ে সোজা হয়েই নিরাপদভাবে মাটিতে অবতরণ করবে।নিজ চোখে দেখতে চাইলে স্লো মোশনে করা নিচের ভিডিওতে এক্সপেরিমেন্ট টা দেখুন।

ধন্যবাদ। বিজ্ঞানকে ভালোবাসুন সবসময়।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1