Photo of Ad1

ঘড়িতে 'কোয়ার্টজ' লেখা থাকে কেন?

 


সব ঘড়িতে 'কোয়ার্টজ' লেখা থাকে না। যে ঘড়ির কার্যপ্রণালী কোয়ার্টজ কেলাসের(Crystal) উপর ভিত্তি করে নির্মিত সেই ঘড়িতে কোয়ার্টজ লেখা থাকে।

কোয়ার্টজ হল এধরণেরর প্রাকৃতিক খনিজ। এক ধরণের শিলা বলতে পারেন।

প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত কোয়ার্টজকে বিশেষভাবে কাটা হয়(X-Y কাট)। দেখতে অনেকটা টিউনিং ফর্কের মতো।

কোয়ার্টজ কেলাসের একটি দারুণ লক্ষণীয় বৈশিষ্ট্য হলো, এটি একটি সুনির্দিষ্ট কম্পাঙ্কে কাঁপতে থাকে। পারিপার্শ্বিক তাপমাত্রার পরিবর্তন না হলে এই কম্পন খুবই সুনির্দিষ্ট।

মানে ছবিটার মত আকৃতিতে যদি কাটা হয় এবং একটি নির্দিষ্ট ভোল্টেজে যুক্ত করা হয় তাহলে কোয়ার্টজ সেকেন্ডে 2^15 বার অর্থাৎ এক সেকেন্ডে 32768 বার করে কাঁপতে থাকে।

কয়েকদশক ধরে ব্যবহার করলেও এই কম্পাঙ্কের হেরফের হয় না। ফলে কোয়ার্টজ ঘড়ির সময়ের ত্রুটিও খুব কম হয়।

উপরোক্ত কম্পাঙ্কের সাথে একটি স্টেপার মোটর আর উপযুক্ত গিয়ার যুক্ত করে ওই কম্পাঙ্ককে এক সেকেন্ড হিসেবে ক্যালিব্রেট করা হয়।

যেহেতু কম্পাঙ্ক 2 এর ঘাত(2^15) তাই ডিজিটাল ঘড়িতেও এই কেলাস সহজেই নির্ভুল ভাবে ব্যবহার করা হয়। আধুনিক দামী কোয়ার্টজ ঘড়িতে সময় নির্ভুল রাখার জন্যে একটি অতিরিক্ত ডিজিটাল কারেকশন সার্কিটও ব্যবহার করা হয়।

তথ্যসূত্র: সহজপাঠ

ধন্যবাদ।

সাবধানে থাকুন। সুস্থ থাকুন।

Photo of Ad1
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন