ম্যাজিক বল Sodium Poly Acrylate নামক পদার্থ দিয়ে তৈরি। এটি পানি শোষণ করে, এর মলিকিউলার স্টাকচার এমন যে এর স্ট্রাকচারের মাঝে পানি আটকে যায়। ম্যাজিক বল ছাড়াও ডাইপারে ব্যবহার হয় এই কেমিক্যাল।
ম্যাজিক বল স্থিতিস্থাপক ধরনের । এর পানি ধারন করার ক্ষমতা রয়েছে, তাই এটি পানি শোষন করে বড় আকৃতির হয় ।ইমবাইবিশন ঘটছে । ম্যাজিক বল পানি শোষন করে যার ফলে বল ফুলে উঠে।
নিজের ওজনের ৮০০-১০০০গুন পানি শোষণ করতে পারে। অভিস্রাবণ একটা সেমি পারমিয়েবল পর্দার মধ্য দিয়ে হতে হয়, এখানে কোন পর্দা নেই, সরাসরি শোষণ হয়।