Photo of Ad1

মৃত তিমি মাছের কাছে যাওয়া কেন বিপজ্জনক?



তিমি মাছের কাছে যাওয়া কেন ঝুঁকিপূর্ণ?
তিমি মাছ স্পর্শ করাও ঝুঁকিপূর্ণ!
স্পর্শ করা তো দূরে থাক, আপনি যদি কোনো সমুদ্রবিশেষজ্ঞ না হন, তাহলে আপনার একটা তিমির মৃতদেহের কাছাকাছিও যাওয়া উচিত নয়।


যখন একটা তিমির মৃত্যু হয়, তখন এর বিশাল মৃতদেহ সামুদ্রিক বিভিন্ন প্রাণীর জন্য খাদ্যের একটা অংশ হয়ে দাঁড়ায়। কখনো কখনো তাদের দেহ সমুুদ্রের ঢেউয়ে ভেসে ওঠে সৈকতে।


যখন এরকম হয়, তখন তিমির দেহ-অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের পচনের কারণে তিমির দেহের ভিতরে বিপুল পরিমাণ গ্যাস উৎপন্ন হয়। তিমির পুরু চামড়া আর মোটা চর্বির আস্তরণের কারণে উৎপন্ন বিপুল পরিমাণ গ্যাস মৃতদেহ থেকে বের হতে পারে না। আর এই কারণে মৃতদেহ ফুলে ওঠে। এইভাবে মৃতদেহের ভিতরে চাপ বাড়তে বাড়তে এবং বিস্ফোরণ ঘটতে পারে।এ বিস্ফোরণের ফলে তিমির চামড়া সহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ চারদিকে ছিটকে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1