Photo of Ad1

রসায়নে নোবেল ২০২১ বিস্তারিত

 


এ বছর রসায়নে নোবেল পেলেন ২ বিজ্ঞানী।

সেই দু'জন হলো জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও মার্কিন বিজ্ঞানী ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান।

অাজ সুইডেনের রাজধানী স্টোকহোমে নোবেল কমিটি এই ২ বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে।

এই দুই বিজ্ঞানী অপ্রতিসম অর্গানোক্যাটালাইসি উদ্ভাবনে সফলতার জন্য এ বছর নোবেল পেয়েছেন।



জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ১৯৬৮ সালের ১১ই জানুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে জন্মগ্রহণ করেন।তিনি "ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন" এ ১৯৯৩ সালে রসায়নে ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেন এবং ১৯৯৭ সালে "গোথ ইউনিভার্সিটি ফ্রাঙ্কফুর্ট" থেকে PhD ডিগ্রি লাভ করেন।তিনি ম্যাক্স প্লাঙ্ক কয়লা গবেষণা ইন্সটিটিউট এর পরিচালক।তিনি এর পূর্বেও তিনি ২০১৬ সালে "গডফ্রিড উইলহেলম লেইবিনিজ পুরষ্কার" লাভ করেছিলেন।




ডেভিড ডব্লিউ.সি. ম্যাকমিলান ১৬৬৮ সালের ১৬ই মার্চ যুক্তরাষ্ট্রের বেলশিল-এ জন্মগ্রহণ করেন।তিনি ১৯৯৬ সালে Ph.D ডিগ্রি অর্জন করেন।তিনি এই নোবেল পুরষ্কারের পূর্বেও ২০১৮ সালে "Corday-Morgan medal

Member of the National Academy of Sciences" পুরষ্কার লাভ করেছিলেন।


✅উল্লেখ্য, এই ২ নোবেলজয়ী বিজ্ঞানী একই বছরে জন্মগ্রহণ করেছিলেন।(১৯৬৮ সালে)

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1