Photo of Ad1

পাখিরা বৈদ্যুতিক তারে বসলে কেন শক খায় না?

 


পাখিরা বৈদ্যুতিক তারে বসতে পারে শক খাওয়া ছাড়াই।

কারণ, বিদ্যুৎ সবসময় মাটিকে স্পর্শ করার পথ খুঁজে।জীবদেহ এক্ষেত্রে মাটির সাথে বিদ্যুতের সংযোজক মাধ্যম হিসেবে কাজ করে।

যেহেতু, পাখি মাটি বা মাটির সাথে সংযুক্ত কোনো বস্তুর সংস্পর্শে থাকে না।সেহেতু, বৈদ্যুতিক শক্তি এর তারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।কিন্তু যদি কোনো বড় পাখি তার লম্বা ডানা দিয়ে নিকটবর্তী কোনো গাছ বা বৈদ্যুতিক খুটিকে স্পর্শ করে।তাহলে পাখিটি বিদ্যুৎস্পৃষ্ট হবে।কারণ, গাছ ও বৈদ্যুতিক খুটি মাটির সাথে সংযুক্ত।

অথবা, যদি কোনো পাখি এক তারে বসে অন্য তারকে স্পর্শ করে।তখন একটি বৈদ্যুতিক বর্তনী সৃষ্টি হয়।ফলে পাখিটি বিদ্যুৎস্পৃষ্ট হবে।

যুক্তরাষ্ট্রের "সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন'স অ্যাভিয়ান প্রোটেকশন প্রোগ্রাম" পাখিদের নিরাপত্তার জন্য তাদের কিছু অঞ্চলে দুই তারের মধ্যে বেশি ফাঁক রেখেছে বা খুটিতে বিদ্যুৎ প্রতিরোধক কভার লাগায়।যাতে পাখিরা বিদ্যুৎস্পৃষ্ট না হয়।

অার্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।


অারো ভালোভাবে বুুঝতে ভিডিওটি দেখুন-


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন
Photo of Ad1